1. কোয়ান্টাম তত্ত্ব প্রথম কে প্রদান করেন?
(ক) প্ল্যাঙ্ক (খ) আইনস্টাইন
(গ) রাদারফোর্ড (ঘ) হাইজেনবার্গ
2. বোজন কার নাম থেকে এসেছে?
(ক) জগদীশচন্দ্র বসু (খ) সুভাষচন্দ্র বসু
(গ) সত্যেন্দ্রনাথ বসু (ঘ) শরৎচন্দ্র বসু
3. নিচের কোনটি মৌলিক রাশি নয়?
(ক) ভর (খ) তাপ
(গ) তড়িৎ প্রবাহ (ঘ) পদার্থের পরিমাণ
4. একটি দন্ডকে স্লাইড ক্যালিপার্সে স্থাপনের পর যে পাঠ পাওয়া গেল তা হচ্ছে প্রধান স্কেল পাঠ 4 cm, ভার্নিয়ার সমাপাতন 7 এবং ভার্নিয়ার ধ্রুবক 0.1 mm, দন্ডটির দৈর্ঘ্য কত?
(ক) 4.07 cm (খ) 4.7 cm
(গ) 4.07 cm (ঘ) 4.7 cm
5. ত্বরণের একক কোনটি?
(ক) ms-1 (খ) ms-2
(গ) Ns (ঘ) kgs-2
6. ঘড়ির কাঁটার গতি কী রকম গতি?
(ক) রৈখিক গতি (খ) উপবৃত্তাকার গতি
(গ) পর্যায়বৃও গতি (ঘ) স্পন্দন গতি
7. স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নিদিষ্ট সময়ে দুরত্ব অতিক্রম করে তা ঐ সময়ের–
(ক) সমানুপাতিক (খ) বর্গের সমানুপাতিক
(গ) ব্যস্তানুপাতিক (ঘ) বর্গের ব্যস্তানুপাতিক
8. বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা বা ধর্ম তাকে কী বলে?
(ক) বল (খ) ত্বরণ
(গ) জড়তা (ঘ) বেগ
9. ভরবেগের একক কোনটি?
(ক) kg m (খ) kg m s
(গ) kg m (ঘ) kg m