>আজকে আমি আপনাদের মাঝে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই থেকে কিছু কমন বহুনির্বাচনি প্রশ্ন শেয়ার করব,, এই সব প্রশ্ন যদি আপনারা পড়েন তাহলে অবশ্যই ২০২১ সালের এসএসসি পরীক্ষায় ১০০ % কমন পাবেন। এখানে আপনারা প্রতিটা অধ্যায় থেকে যে প্রশ্নগুলো Important সেই প্রশ্ন নিচে দেওয়া হলো।
১. ভাষা আন্দোলন পূর্ববাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়?
ক. বাঙালি জাতীয়তাবাদ
খ. অসাম্প্রদায়িক মনোভাব
গ. দ্বিজাতিতত্ব
>নিচের অনুচ্ছেদটি পড় এবং ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও ।
রিফাত প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি ঘরে বসে টিভির পর্দায় কার্টুন ছবি দেখে। কিন্তু সে এ বছর ২১শে ফেব্রুয়ারি প্রভাতফেরিতে অংশ নিতে স্কুলে আসে এবং প্রতিজ্ঞা করে যে, সে প্রতিবছর শহিদ মিনারে ফুল দেবে এবং ইংরেজি অক্ষরে আর বাংলা লিখবে না।
২. প্রতিবছর শহিদ মিনারে ফুলদানের প্রতিজ্ঞা, রিফাতের আচরণে প্রকাশ পেয়েছে –
ক. ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা
খ. বাহবা পাওয়া প্রত্যাশা
গ. শহিদদের স্মৃতি হৃদয়ে লালন করা
৩. রিফাতের মানসিক পরিবর্তনের পিছনে যে মুল্যবোধ প্রতিফলন হয়েছে, তা হলো –
ক. বাঙালি জাতীয়তাবাদের প্রতি শ্রদ্ধা
খ. অনুকরণ করার মানসিকতা
গ. নিজ ভাষায় প্রতি মমত্ববোধ
ঘ. ইংরেজি ভাষা লেখার প্রতি অনীহা
>এখন কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিচে দেওয়া হলো যে প্রশ্ন গুলো আপনারা অবশ্যই বাড়িতে অনুশীলন করবেন।
>আন্তজার্তিক মাতৃভাষা দিবস কী?
>ঐতিহাসিক ৬ দফাকে পূর্ব বাংলার 'মুক্তির সনদ' বলার কারণ চিহ্নত কর।
>এইবার স্পেশাল একটি সৃজনশীল প্রশ্ন নিচে দেওয়া আছে যা আপনি ২০২১ সালের এসএসসি পরীক্ষায় কমন পাবেন।
ক. পাকিস্তানি শাসন আমলে বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলনের নাম কী ছিল?
খ. 'ছয় দফা' কে কেন বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়?
গ. সারণি–ক থেকে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীর যে বৈষম্য ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
ঘ. সারণি–খ এ প্রদর্শিত বৈষম্যের পরিপ্রেক্ষিতে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতির প্রকৃত অবস্থা ব্যাখ্যা কর।
১. মুজিবনগর সরকারের এাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
ক. এম. মনসুর আলী
খ. তাজউদ্দীন আহমদ
গ. খন্দকার মোশতাক আহমেদ
ঘ. এ. এইচ. এম. কামারুজ্জামান
২. মুক্তিযুদ্ধের প্রতি বিশ্ব জনমত গঠনের জন্য সরকার ও রাজনৈতিক নেতৃত্ব–
ক. বাংলা বেতার কেন্দ্র পরিচালনা করেন
খ. গেরিলা যোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন
গ. বিভিন্ন আন্তজার্তিক ফোরামেে বক্তব্য রাখেন
৩. ইউরেনাসের উপগ্রহ কোনটি?
ক. ক্যাপিটাস
খ. এরিয়েল
গ. নেরাইড
ঘ. গ্যানিমেড
৪. শনির বায়ুমন্ডলে কোন গ্যাসগুলোর মিশ্রণ রয়েছে?
ক. নাইট্রোজেন ও হিলিয়াম
খ. হাইড্রোজেন ও হিলিয়াম
গ. কার্বন ডাই - অক্সাইড ও হিলিয়াম
ঘ. অক্সিজেন ও হিলিয়াম
>নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
অর্পিতা প্রতিদিন খুব ভোরে পড়তে বসে। একদিন সে লক্ষ করে, পূর্বদিকের আকাশে ভোরবেলাতে একটি তারা দেখা যাচ্ছে। অর্পিতা বুঝতে পারে যে সে একটি গ্রহ দেখেছে।
৫. অর্পিতার দেখা গ্রহটির নাম কী?
ক. শুক্র
খ. শনি
গ. মঙ্গল
ঘ. নেপচুন
৬. পৃথিবীর সাথে উক্ত গ্রহের কোন বৈসাদৃশ্য পরিলক্ষিত হবে?
ক. গ্রহটির উপগ্রহ নেই
খ. গ্রহটিতে তাপমাত্রা হিমাঙ্কের থাকে
গ. গ্রহটির চারদিকে বলয় আছে
ঘ. গ্রহটি নীলাভ বর্ণের
><আপনাদের কোন সমস্যা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন-freshhits24@gmail.com