>১. সূচনা - জীববিজ্ঞানের ক্ষেত্রে (Theoretical knowledge) এবং (Practical knowledg) একটি অন্যটির পরিপূরক। ব্যবহারিক জ্ঞান ছাড়া জীববিজ্ঞান সম্পর্কিত ধারণা কখনও সফলতা লাভ করে না। জীববিজ্ঞানের তত্বীয় ধারণার সাথে ব্যবহারিক ক্লাসে হাতে কলমে পরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে নিদিষ্ট বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা যায়। সুতরাং জীববিজ্ঞানের ব্যবহারিক শিক্ষা শিক্ষার্থীকে বাস্তব জীবনের প্রেক্ষাপটে খুব সহজেই অভিযোজিত ও দক্ষতার সাথে অভিজ্ঞতা অর্জনে সাহায্য করে।
>২. ব্যবহারিক কাজের উদ্দেশ্য ;
ক. নিদিষ্ট বিষয় সম্পর্কিত তত্ত্ব পরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ লাভ ।
খ. বিভিন্ন নমুনার পরীক্ষণে বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতির প্রয়োগ ও তাদের সমন্বয় করার কৌশল সম্পর্কে অবগত হওয়া ।
গ. বিভিন্ন অঙ্গাণু শনাক্তকরণ, ব্যবচ্ছেদ ও সুক্ষ্ম পর্যবেক্ষণের ক্ষেত্রে দক্ষতা অর্জনের লক্ষ্যে ব্যবহারিক শিক্ষার গুরুত্ব রয়েছে ।
ঘ. বিভিন্ন ক্ষেত্রে বাস্তব জীবনে খুব সহজেই অভিযোজিত করার লক্ষ্যে ব্যবহারিক শিক্ষার যথেষ্ট গুরুত্ব ও উদ্দেশ্য রয়েছে ।
>৩. ব্যবহারিক পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার সহজ উপায় ; তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কিছু দিন পরই শুরু হয় ব্যবহারিক পরীক্ষা । এসময় প্রত্যেক ছাএছাএীকে ২৫ নম্বরের ব্যবহারিক পরীক্ষা দিতে হয়। শুরু থেকেই প্রতিটি ছাএছাএীকে ব্যবহারিক পরীক্ষায় ২৫ নম্বর পাওয়ার জন্য বিশেষ প্রস্তুুতি নিতে হয় এবং নিম্নলিখিত বিষয়গুলো অনুসরণ করতে হয় ।
ক. ব্যবহারিক ক্লাসে নিয়মিত উপস্থিত থাকা এবং মনোযোগ দিয়ে পরীক্ষা পর্যবেক্ষণ ও সম্পাদন করা ।
খ. সুন্দরভাবে পরীক্ষা শেষ করা ।
গ. পরীক্ষালব্ধ ফলাফলসহ নিয়মিত ব্যবহারিক খাতা লেখা ।
ঘ. সুন্দর ও পরিচ্ছন্ন চিহ্নিত চিত্র অংকন কর ।
ঙ. শিক্ষকদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা ।
চ. মৌখিক পরীক্ষায় প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর দেওয়া ।
◼ব্যবহারিক পরীক্ষায় প্রধান উপকরণ ; ১. প্রবেশপএ, ২. ব্যবহারিক খাতা, ৩. প্রয়োজনীয় যন্ত্রপাতি (ডিসেকটিং বা ব্যবচ্ছেদ বক্স), ৪. কলম, পেন্সিল, রাবার, স্কেল ইত্যাদি ।
◼ব্যবহারিক পরীক্ষার দুই ঘন্টা সময়ের মধ্যে দুটি পরীক্ষা এবং তার ধারাবাহিক বর্ণনা ছবিসহ পরীক্ষার খাতায় লিখতে হয় । ফলে প্রতিটি পরীক্ষা শেষ করার জন্য নিজেকে একটা সময় নিদিষ্ট করে সে সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করতে হয় । পরীক্ষার খাতাটি সবশেষে রিভিশন করার জন্য কিছুটা সময় রাখতে হয়, এতে যদি কোনো কিছু ভুল থাকে তবে এসময় সেগুলো সংশোধন করা যায় ।
ব্যবহারিক সম্পর্কিত প্রাথমিক আলোচনা
May 04, 2020
0
Share to other apps