শিক্ষা ও কর্মক্ষেত্রে আত্নমর্যাদাবোধ
> মোস্তাফিজুর রহমান একটি ব্যাংকে বেশ বড় পদে চাকরি করেন। তিনি ছোটবেলা থেকেই ব্যাংকে চাকরি করার সপ্ন দেখতেন। কারণ তার কাছে 'ব্যাংকার' পেশাটাই ছিল সব পেশা থেকে ভালো। তাই ব্যাংকার হওয়ার জন্য তিনি খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করতেন। লেখাপড়া শেষে প্রতিযোগিতামুলক পরিক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি চাকরি পান। কর্মনিষ্ঠা ও সততার জন্য তিনি আজ একজন সফল ব্যাংকার। তার আত্নমর্যাদাবোধ খুবই প্রখর। আত্নমর্যাদাবান মানুুষর খুুুব সৎ হন। তিনি ব্যাংকের চাকরি পেয়েছেন লেখাপড়া করে, নিয়োগ পরীক্ষায় ভালো ফল করে। অনেকে অনৈতিক উপায়ে চাকরি পান। তিনি অনৈতিক কিছু সমর্থন করেন না। তিনি সব রকম অন্যায় করা থেকে বিরত থাকেন। তিনি বিশ্বাস করেন, সম্মান একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না। তিনি তার পরিবারের সদস্যদের সম্মান করেন, ভালোবাসেন। তিনি তার প্রতিবেশীদের শ্রদ্ধা করেন এবং তাদের কোন রকম অসুবিধা হবে এমন কাজ তিনি করেন না। তিনি বলেন যারা বন্ধু, পাড়া-প্রতিবেশীদের সম্মান করেন না, চাকরি পাওয়া বা দেওয়ার জন্য অনৈতিক কাজ করে তারা সবাই আত্নমর্যাদাহীণ । কোন আত্নমর্যাদাবান মানুষ এ সকল কাজ করতে পারেন না।
আমরা যদি আত্নমর্যাদাবান হতে চাই তাহলে আমর - পরীক্ষায় অসদুপায় অবলম্বন করবো না, বন্ধু খাতা দেখে লিখব না।