বিজ্ঞানের অগ্রযাএায় জীবপ্রযুক্তি কোনো নতুন সংযোজন নয় । মানব সভ্যতার ঊষালগ্ন থেকেই মানুষ জীব প্রযুক্তির কতিপয় প্রয়োগ শুরু করে । জীব প্রযুক্তির অনেক পদ্ধতির মধ্যে বর্তমানে জিন প্রকৌশল পদ্ধতি কৃষি উন্নয়ন ও অন্যান্য ক্ষেত্রে বহুলভাবে ব্যবহৃত হয় । বাংলাদেশেও জীবপ্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে । বিশেষত নতুন ফসল উৎপাদনে এ প্রযুক্তি বিশেষভাবে ব্যবহৃত হচ্ছে । দেশের বিভিন্ন বিদ্যালয়ে জীবপ্রযুক্তি বিষয়ে আলাদা বিভাগ খোলা হয়েছে এবং প্রতি বছর শত শত শিক্ষার্থী এ বিষয় উচ্চ শিক্ষা নিয়ে মানবকল্যাণে নিয়োজিত হচ্ছে ।
আমাদের দেশে জীবপ্রযুক্তি তথা জেনেটিক ইন্জিনিয়ারিং এর প্রয়োগ ক্ষেত্রগুলো হলো –
১. শস্য উন্নয়নে জীব প্রযুক্তি ; বাংলাদেশের শতকরা ৮৫ ভাগ লোক কৃষিজীবী । তাই কৃষির উন্নতি ঘটলে সাধারণ মানুষের উন্নতি ঘটবে । জীব প্রযুক্তির শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী, ছএাক প্রতিরোধী উচ্চ ফলনশীল জাতের ফসলের জাত উদ্ভাবন করতে পারি । তাছাড়া জীব প্রযুক্তি শিক্ষাকে কাজে লাগিয়ে আগাছা পরিষ্কার করে ফসলের ফলন বাড়াতে পারি । জিনগত রুপান্তরের মাধ্যমে পুষ্টিমান বাড়ানো সম্ভব । এতে ধান থেকে আমরা বেশি উপকার পাব ।
২. প্রাণীর ক্ষেত্রে ; আমাদের দেশে হাঁস, মুরগি, গরু, ছাগল পালনের ইতিহাস বহু প্রাচীন । অনেকেই এগুলো পালন করে থাকেন । জীব প্রযুক্তি কাজে লাগিয়ে আমরা গবাদিপশু এবং হাঁস ও মুরগি থেকে অধিক পরিমাণে মাংস, দুধ ও ডিম পেতে পারি ।
৩. চিকিৎসাক্ষেত্রে ; আধুনিক চিকিৎসা ব্যবস্থায় জীব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চিকিৎসা করা হয় । বাংলাদেশও এ ধরনের চিকিৎসা গ্রহন করে অনেকে উপকৃত হচ্ছেন ।
৪. মৎস উন্নয়নে ; জীব প্রযুক্তি শিক্ষাকে ব্যবহার করে মাগুর, কমনকার্প, তেলাপিয়া প্রভৃতি মাছের আকার বৃদ্ধি করা যায় । এতে মৎস্য চাষে চাষীরা অধিক লাভবান হবে ।
৫. পরিবেশ সুরক্ষায় ; জীব প্রযুক্তি ব্যবহার করে আমরা পরিবেশ সুন্দর রাখতে পারি । তাই আমাদের জীব প্রযুক্তি শিক্ষাকে কাজে লাগিয়ে পরিবেশ সুরক্ষায় কাজ করতে হবে ।
বিজ্ঞানের অগ্রযাএায় জীবপ্রযুক্তি ও বাংলাদেশ
May 05, 2020
0
Tags
Share to other apps