![]() |
হরমোনজনিত সমস্যা ও করণীয় |
১. থাইরয়েড সমস্যা ; মানুষের দেহে থাইরয়েড হরমোনের ঘাটতিতে থাইরয়েডজনিত সমস্যা যেমন– গয়টার রোগ হয় । এ হরমোনের ঘাটতিতে শিশুদের মানসিক বিকাশ বাধা পায় । শরীরে আয়োডিনের অভাব হলে এ হরমোনের উৎপাদন ব্যাহত হয় । এ জন্য খাদ্যে আয়োডিনযুক্ত লবণ ব্যবহারের সুফল পাওয়া যায় । এছাড়া কলা, ফলমূল, কচু, সামদ্রিক মাছ ইত্যাদি খেলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ।
২. বহুমূএ ; মানুষের অগ্ন্যাশয়ের ভিতর অবস্থিত আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স নামক গ্রন্থি থেকেই ইনসুলিন হরমোন নিঃসৃত হয় । ইনসুলিন হরমোন দেহের শর্করা পরিপাক নিয়ন্ত্রণ করে । অগ্ন্যাশয়ে যদি প্রয়োজন মতো ইনসুলিন তৈরি না হয় তবে রক্তে শর্করার পরিমাণ স্থায়ীভাবে বেড়ে যায় । প্রস্রাবের সাথে গ্লুকোজ নির্গত হয় । এ অবস্থার নামই বহুমূএ ↩
এ রোগের লক্ষণগুলো হলো ঘন ঘন প্রস্রাব হওয়া, অধিক পিপাসা লাগা, ক্ষুধা বেড়ে যাওয়,, পর্যাপ্ত খাবার খাওয়া সাথে দেহের ওজন কমতে থাকা । দুর্বলতা বোধ করা, চোখে কম দেখা, চামড়া খসখসে ও সুক্ষ্ম হয়ে যাওয়া ইত্যাদি । বহুমূএ রোগটি যে কোন বয়সের মানুষেরই হতে পারে । বহুমূএ রোগ একেবারে নিরাময় করা যায় না । কিন্তু এ রোগ নিয়ন্ত্রণে রাখা যায় । ডাক্তারদের মতে বহুমূএ নিয়ন্ত্রণের জন্য ৩টি 'D' অর্থাৎ Discipline (শৃঙ্খল), Diet (খাদ্য নিয়ন্ত্রণ), Dose (ঔষধ সেবন) মেনে চলা আবশ্যক ।
৩. পারকিনসন ; সাধারণত ৫০ বছর বয়সের বেশি মানুষের এ রোগটি হয় । রোগীর মস্তিস্কে ডোপামিন নামক হরমোনটির কার্যকারিতা হারিয়ে ফেলে তাই তার মাংসপেশি কার্যকারিতা হারায় । ফলে রোগীর নড়াচড়া ও হাঁটাচলায় কস্ট হয় । ডাক্তারের পরামর্শে নিয়মিত ফিজিওথেরাপি গ্রহন, পরিমিত খাদ্য গ্রহন ও সুস্থ জীবনযাপন করার মাধ্যমে রোগী অনেকটা সুস্থ থাকে। আমাদের সকলেরই হরমোনজনিত সমস্যাগুলো সম্পর্কে সঠিকভাবে অবহিত হওয়া উচিত । তাহলে বিভিন্ন ধরনের জটিল রোগ থেকে আরোগ্য লাভ করা সম্ভব ।
Helpfull content
ReplyDelete