নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য |
> তাঁরা মানুষের নিকট আল্লাহ তায়ালার পরিচয় তুলে ধরতেন। অর্থ্যৎ আল্লাহ তায়ালার জাত-সিফাত,ক্ষমতা, নিয়ামত ইত্যাদি বিষয়ের কথা মানুষের নিকট প্রকাশ করতেন ।
> সত্য ও সুন্দর জীবনের দিকে আহবান জানাতেন ।
> আল্লাহ তায়ালার ইবাদত ও ধর্মীয় নানা বিধি-বিধান শিক্ষা দিতেন ।
> পরকাল সম্পর্কে ধারণা প্রদান করতেন ।
> পৃথিবীতে আল্লাহ তায়ালার আদেশ-নিষেধ ও বিধি-বিধান বাস্তবায়নের জন্য হাতে-কলমে শিক্ষা দিতেন ।
নবি-রাসুলগণের গুণাবলি
নবি-রাসুলগণ ছিলেন আল্লাহ তায়ালার মনোনীত বান্দা। আল্লাহ তায়ালা তাঁদের নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করেছেন। আল্লাহ তায়ালা বলেন -
অর্থ - "আল্লাহ তায়ালাই ফেরেশতাদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকেও রাসুল মনোনীত করেন ; আল্লাহ তো সর্বশ্রোতা, সম্যক দ্রষ্টা । " ( সুরা আল-হাজ্জ, আয়াত ৭৫)
সুতরাং মনোনীত বান্দা হিসেবে নবি-রাসুলগণ বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। প্রথমত, তাঁরা ছিলেন একনিষ্ঠভাবে আল্লাহ তায়ালার উপর বিশ্বাসী । সবধরনের কথায় ও কাজে তাঁরা আল্লাহ তায়ালার নির্দেশের অনুসরণ করতেন । আল্লাহ তায়ালার পুর্ন আনুগত্যই ছিল তাদের প্রধান বৈশিষ্ট্য ।
নবি-রাসুলগণ ছিলেন অত্যন্ত জ্ঞানী, বুদ্ধিমান, সুবিবেচক ও বিচক্ষণ । তাঁরা ছিলেন নিস্পাপ । তাঁরা সবধরনের পাপ-পল্কিলতা থেকে পবিত্র ছিলেন । আল্লাহ তায়ালা তাঁদের সকল প্রকার অন্যায় ও অশ্লীলতা থেকে বাঁচিয়ে রাখতেন । হযরত ইউসুফ (আঃ) ছিলেন একজন প্রসিদ্ধ নবি । তাঁর সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, " আমি তাঁকে মন্দ কাজ ও অশ্লীলতা থেকে বিরত রাখার জন্য এভাবে নিদর্শন দেখিয়েছিলাম । সে তো ছিল আমার বিশুদ্ধচিএ বান্দদের অন্তর্ভুক্ত । " (সুরা ইউসুফ, আয়াত ২৪)
নবি-রাসুলগণ ছিলেন সর্বোওম চরিএের অধিকারী । সকল সৎগুণ তাঁরা অনুশীলন করতেন । তাঁরা ছিলেন অত্যন্ত সৎ, সত্যবাদী, ন্যায়পরায়ণ । দয়া, ক্ষমা, ধৈর্য ইত্যাদি সব ধরনের মানবিক গুণ তাঁদের চরিএে বিদ্যমান ছিল ।
Thanks for share
ReplyDelete