আমাদের চারপাশে যা কিছু আছে তার মাঝে কোনটি স্থির বা স্থিতিশীল এবং কোনটি চলামান বা গতিশীল সেটি বুঝতে আমাদের কখনো অসুবিধা হয় না । আমাদের চোখ দিয়ে আমরা এমনভাবে দেখি যে, কোনো কিছু একটুখানি নড়লেই আমরা চট করে সেটা ধরে ফেলত পারি । কিন্ত পদার্থবিজ্ঞানের জন্য শুধু অনুভব করা যথেষ্ট নয়, সেটাকে ভালোভাবে সংজ্ঞায়িত করতে হয় । সেটি করার জন্য আমরা এক কথায় বলতে পারি যে, সময়ের সাথে কোনো কিছুর অবস্থানের যদি পরিবর্তন না হয় তাহলে সেটি স্থির, আর যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেটি গতিশীল ।
এখন আমাদের ' অবস্থান ' শব্দটির ভালো করে ব্যাখ্যা করা দরকার । আমাদের দৈনন্দিন কথাবার্তায় আমরা নানাভাবে অবস্থান শব্দটি ব্যবহার করলেও পদার্থবিজ্ঞানের ভাষায় অবস্থান শব্দটির একটি সুনির্দিষ্ট অর্থ রয়েছে । যেমন তোমাকে যদি তোমার স্কুলের অবস্থান কোথায় এবং তুমি যদি উত্তর দাও 'ঝিলটুলি'তে তাহলে উত্তরটি সঠিক হলেও স্কুলের অবস্থানটি কিন্তু জানা গেল না। তুমি যদি উত্তর দাও, তোমার স্কুলটি তোমার বাসার গেট থেকে এক কিলোমিটার দূরে, তাহলেও কিন্তু স্কুলের অবস্থান জানা গেল না । তোমার বাসার গেটটি কোথায় সেটি আমাদের জানা থাকলেও আমরা বলতে পারবো না স্কুলটি সেখান থেকে ঠিক কোন দিকে এক কিলোমিটার দূরে । কিন্তু তুমি যদি বলো স্কুলটি তোমার বাসার গেট থেকে পুর্ব দিকে এক কিলোমিটার দূরে তাহলেই শুধু আমরা সুনির্দিষ্টভাবে তোমার স্কুলটির অবস্থান জানতে পারব ।
অর্থাৎ স্কুলের অবস্থান জানার জন্য দুরত্ব এবং দিক দুটিই সুনির্দিষ্টভবে জানতে হয় । শুধু তাই নয়, সেই দুরত্ব এবং দিকটি নির্দেশ করতে হয় একটি নিদিষ্ট বিন্দু বা প্রসজ্ঞ বিন্দুর অবস্থান থেকে । তোমার স্কুলের বেলায় প্রসজ্ঞ বিন্দু (Origin) ছিল তোমার বাসার গেট । সেটি তোমার বাসার গেট না হয়ে যদি কোন বাস স্টপ হতো তাহলে কিংবা একটা শপিং মল হতে পারত । তাহলে অবশ্যই দুরত্ব এবং দিকটির ভিন্ন মান হতো কিন্তু অবস্থানটি অবশ্যই এই নতুন প্রসজ্ঞ বিন্দুর সাপেক্ষে বলে দিতে পারতাম । অর্থাৎ কোন কিছুর অবস্থান বলতে হলে সেটি বলতে হয় কোনো একটি প্রসজ্ঞ বিন্দুর সাপেক্ষে ।
আসলে এত জটিলতার কোনো প্রয়োজন নেই, আমাদের কাজ চালানোর জন্য আমাদের কাছে স্থির মনে হয় এরকম যেকোনো বিন্দুকে মুল বিন্দু ধরে সব কাজ করে ফেলতে পারব, শুধু বলে নিতে হবে সব মাপজোখ এই মুল বিন্দুর সাপেক্ষে করা হয়েছে । বিজ্ঞানীরা এভাবে পরমাণুর ভেতরে নিউক্লিয়াস থেকে শুরু করে মহাকাশে পাঠানো উপগ্রহ সবকিছুর মাপজোখ করে ফেলতে পারেন, কখনো কোনো সমস্যা হয়নি !!!
স্থিতি এবং গতি (Rest and Motion) freshhits24
May 19, 2020
0
Tags
Share to other apps