>আজকে আপনাদের মাঝে এসএসসি ২০২১ সালের ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন তুলে ধরবো। আর আপনি যদি আমাদের আগের পোস্ট গুলো মিস করে থাকেন তাহলে অবশ্যই Home page এ গিয়ে দেখে নিবেন। নিচে কমন বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো ঃ
১. ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে কী বলে?
ক. ইমান
খ. ইসলাম
গ. ইহসান
ঘ. ইনসাফ
২. 'আলহিকমাতু' শব্দের অর্থ কী?
ক. উপদেশ
খ. প্রজ্ঞা
গ. জ্যোতি
ঘ. অনুগ্রহ
৩. মুনাফিকরা জাহান্নামের সর্ব নিম্নস্তরে অবস্থান করবে, কারণ তারা–
i. সমাজে চিহ্নিত মানুষ
ii. অন্তরে কুফর লুকিয়ে রাখা
iii. কাফিরদের চেয়েও বেশী ক্ষতিকর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
>নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও
পৃথিবী সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত সূর্যের উদয় ও অস্ত যাওয়ার পদ্ধতি একই নিয়মে চলে আসছে। এ অবস্থা দেখে সুলতান সাহেব মনে করেন, পৃথিবী আর শেষ হবে না ।
৪. সুলতান সাহেব আখিরাতের কোন বিষয়টিকে অস্বীকার করেন?
ক. কবর
খ. হাশর
গ. কিয়ামত
ঘ. মিযান
৫. সুলতান সাহেবের ধারণার ফলে, তাকে বলা যায়–ক. কাফির
খ. মুশরিক
গ. ফাসিক
ঘ. মুনাফিক
সৃজনশীল প্রশ্ন
>ফরিদ ও সেলিম সহপাঠী । তারা উভয়ে আগামীকাল ৯.০০ ঘটিকায় বিদ্যালয়ে আসবে বলে প্রতিজ্ঞাবন্ধ হয়। পরদিন সেলিম সঠিক সময়ে উপস্থিত থাকলেও ফরিদ বিদ্যালয়ে যথাসময়ে আসেনি। বেলা ১১.০০ ঘটিকায় তার সাথে দেখা হলে সে বলে আমি তো তোমার সাথে ঠাট্টা করেছি। এর পর দুইজনে মিলে এক সাথে খেতে বসল। খাওয়ার পর তারা দেখল জনৈক ব্যক্তি কিছু তরল নেশাজাতীয় দ্রব্য পান করছে। ফরিদ ঐ ব্যক্তিকে নিষেধ করতে চাইলে সেলিম তাকে বিরত রেখে বলল, 'এতে দোষের কিছু নেই।'
ক. ইসলামের মৌলিক ইবাদতগুলো অস্বীকার করাকে কী বলে?
খ. আখিরাতে বিশ্বাস স্থাপন করা অপরিহার্য কেন?
গ. ফরিদের আচরণে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর ।
ঘ. সেলিমের বক্তব্য ইসলামের দৃষ্টিতে বিশ্লেষন কর ।
৬. ওহি লেখক সাহাবিদের সংখ্যা কত ছিল?
ক. ২৮
খ. ৪২
গ. ৪৭
ঘ. ৮৬ ।
>নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও
আলম সাহেব গ্রামের একজন গণ্যমান্য ব্যাক্তি । তিনি তাঁর ছোট ভাইয়ের মৃত্যুর পর তার সকল সম্পদ দখল করে, ছোট ভাইয়ের সন্তানদের বাড়ি থেকে বের করে দেন ।
৭. আলম সাহেবের কাজের মাধ্যমে কাদের অধিকার ক্ষুন্ন হয়েছে?
ক. গরিবদের
খ. অসহায়দের
গ. ইয়াতীমদের
ঘ. বঞ্চিতদের
৮. আলম সাহেবের কাজের মাধ্যমে শরিয়তের কোন উৎসের বিধান লঙ্ঘিত হয়েছে?
ক. কুরআন
খ. হাদিস
গ. ইজমা
ঘ. কিয়াস
৯. আলম সাহেবের কাজের জন্য তাকে কী বলা যায়?
ক. ফাসিক
খ. কাফির
গ. মুনাফিক
ঘ. যালিম ।
১০. ইসলামের চতুর্থ স্তম্ভ কোনটি?
ক. সালাত
খ. যাকাত
গ. সাওম
ঘ. হজ ।
>নিচের অনুচ্ছেদটি পড় এবং